ঈদে টানা ছুটি থাকলেও অর্থনীতিতে প্রভাব পড়বে না: অর্থ উপদেষ্টা

HEALTH CARE ADVICE
By -
0

ঈদে টানা ১০ দিনের দীর্ঘ ছুটি থাকলেও দেশের অর্থনীতিতে কোনো প্রভাব পড়বে না বা স্থবির হবে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, অনেক দেশে উৎসবের সময় আরও বেশি ছুটি থাকে।*


আজ বুধবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে সরকারি ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।*


উপদেষ্টা বলেন, ‘এরকম হলিডে পৃথিবীর অন্যান্য দেশে আরও বেশি থাকে। বড়দিনে ২০ থেকে ২৫ দিন ছুটি থাকে। নেপালে দুর্গাপূজার সময় ৩০ দিন ছুটি থাকে। তখন তাদের দেশ চলে না? সুতরাং দেশ চলবে। কোনো রকম বিরূপ কিছু...।’*


সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘ঈদের পর বাজেটের ওপর কার কী মন্তব্য, সাজেশেন থাকবে সেটা নেব। ১৯ জুন পর্যন্ত মতামত দিতে পারবে বাজেটের বিষয়ে। ২২ জুন কেবিনেট বৈঠকে বাজেট অনুমোদন হবে।’*





Post a Comment

0Comments

Post a Comment (0)