সংগৃহীত ছবি
শেখ হাসিনাসহ সাত জনের বিরুদ্ধে গুমের অভিযোগ এনে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ জমা দিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।*
মঙ্গলবার (৩ জুন) দুপুরে আন্তর্জাতিক অবরোধ ট্রাইব্যুনালে যান সালাহউদ্দিন আহমেদ। চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের কাছে অভিযোগ পত্রটি জমা দেন তিনি। এ সময় উন্মুক্ত বিচার ব্যবস্থাকে সাধুবাদ জানান তিনি।*
সালাহউদ্দিন বলেন, জুলাই আন্দোলনে সংঘটিত হত্যাকাণ্ডের বিচার দেশবাসী দেখতে চায়। তাই বিএনপি ক্ষমতায় এলেও আকাঙ্ক্ষা অব্যাহত থাকবে।*
৬১ দিন গুম থাকার বিষয়ে তিনি বলেন, এ নিয়ে তিনি আনুষ্ঠানিক অভিযোগপত্র জমা দিয়েছেন, আদালত বিচার যা করবে মেনে নেবেন তিনি। তবে চান আসামিদের সর্বোচ্চ সাজা।*