ছড়িয়ে পড়েছে অপু বিশ্বাসের মৃত্যুর খবর, যা জানা গেল

HEALTH CARE ADVICE
By -
0

 

  অপু বিশ্বাস 

ঢাকাই চলচ্চিত্রের দর্শকপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। এক দশকের বেশি সময়ে প্রায় ১০০টি সিনেমায় অভিনয় করেছেন। চলচ্চিত্রের পাশাপাশি তিনি বিজ্ঞাপনচিত্রে মডেল হয়েছেন। অভিনয়ের পাশাপাশি প্রযোজনা ও ব্যবসাতে মন দিয়েছেন তিনি। *

এদিকে, সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি ‘চিত্রনায়িকা অপু বিশ্বাস গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন’ শীর্ষক একটি তথ্য দ্রুত ছড়িয়ে পড়েছে। তবে রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা গেছে, এই দাবি কোনো বাস্তব তথ্যের ওপর ভিত্তি করে নয়, বরং একটি সম্পূর্ণ ভুয়া ও বিভ্রান্তিকর সংবাদ। *

রিউমর স্ক্যানারের অনুসন্ধানে জানা গেছে, গুজবটি মূলত ‘news6angla.site’ নামের একটি সন্দেহজনক ব্লগসাইট থেকে শুরু হয়েছে, যা ব্লগস্পট প্ল্যাটফর্মে তৈরি এবং .site ডোমেইনে হোস্ট করা একটি অননুমোদিত ওয়েবসাইট। উক্ত সাইটে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানীর মিরপুর এলাকায় ‘অপু’ নামের এক যুবক গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন, যার সঙ্গে চিত্রনায়িকা অপু বিশ্বাসের কোনো সম্পর্ক নেই।*

সাংবাদিক ও পুলিশের বরাতে জানা গেছে, মৃত ব্যক্তি একজন গার্মেন্টস কর্মী এবং তার মৃত্যুর ঘটনাটি তদন্তাধীন রয়েছে। অপরদিকে, অপু বিশ্বাসের বিষয়ে দেশের কোনো প্রধান সংবাদমাধ্যম কিংবা তার ভেরিফাইড সামাজিক যোগাযোগ মাধ্যম পেজে এ ধরনের কোনো তথ্য পাওয়া যায়নি।*
বিশ্লেষকদের মতে, ফ্রি ডোমেইনের ব্লগসাইট ব্যবহার করে ভুয়া সংবাদ ছড়ানোর এই পন্থা গত কয়েক মাস ধরে বাড়ছে, যা বিভ্রান্তি সৃষ্টি এবং জনমনে আতঙ্ক ছড়ানোর জন্য ব্যবহৃত হচ্ছে। রিউমর স্ক্যানারের ইনভেস্টিগেশন ইউনিট ইতোমধ্যে এই ধরনের সাইট ও তাদের পিছনের কৌশল নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে।*

অতএব, গণমাধ্যম ও সাধারণ জনগণকে অনুরোধ জানানো হচ্ছে, কোনো অবিশ্বাস্য খবর বা সোশ্যাল মিডিয়ায় অপ্রমাণিত তথ্যের প্রতি সতর্কতা অবলম্বন করতে এবং যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্যকে বিশ্বাস না করতে।*





Post a Comment

0Comments

Post a Comment (0)