পদ্মা ও যমুনা সেতুতে ১ দিনে সর্বোচ্চ টোল আদায়ের রেকর্ড

HEALTH CARE ADVICE
By -
0

দেশের বৃহত্তম দুই সেতু পদ্মা ও যমুনা দিয়ে একদিনে সর্বোচ্চ সংখ্যক যানবাহন পারাপার ও সর্বোচ্চ টোল আদায়ের রেকর্ড হয়েছে। দুই সেতু মিলিয়ে গাড়ি পারাপার লাখ ছাড়ানোর পাশাপশি আদায় হয়েছে প্রায় ১০ কোটি টাকার টোল। যা দুই সেতুর ইতিহাসে নতুন রেকর্ড।*



শুক্রবার (৬ জুন) রাত ১টায় সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে এসব তথ্য জানিয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়।সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার (৫ জুন) পদ্মা সেতু দিয়ে সর্বোচ্চ ৫২ হাজার ৪৮৭টি যানবাহন পারাপার হয়েছে। এতে পাঁচ কোটি ৪৩ লাখ ২৮ হাজার টাকা টোল আদায় হয়েছে। একই দিনে দেশের দ্বিতীয় বৃহত্তম যমুনা সেতু দিয়ে সর্বোচ্চ ৬৪ হাজার ২৮৩টি যানবাহন পারাপার হয়েছে। এ থেকে টোল আদায় হয়েছে সর্বোচ্চ চার কোটি ১৮ লাখ ১৪ হাজার ৮৫০ টাকা। *


এতে আরও বলা হয়, ২০২২ সালের ২৬ জুন পদ্মা সেতুর উদ্বোধনী দিনে সর্বোচ্চ ৫১ হাজার ৩১৬টি যানবাহন পারাপার হয় এবং ২০২৪ সালের ৯ এপ্রিল সর্বোচ্চ টোল আদায় হয়েছিল চার কোটি ৮৯ লাখ ৯৪ হাজার ৭০০ টাকা। *


অন্যদিকে, ২০২৩ সালের ২৭ জুন যমুনা সেতু ব্যবহার করে ৫৫ হাজার ৬২১টি যানবাহন পারাপার হয়েছে এবং ২০২৪ সালের ১৪ জুন তিন কোটি ৮৩ লাখ ৪৬ হাজার ২০০ টাকা টোল আদায় হয়। 

Post a Comment

0Comments

Post a Comment (0)