রাজনীতিতে ফের আলোচনায় এক-এগারো

HEALTH CARE ADVICE
By -
0


 

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল বক্তব্য দেওয়ার সপ্তাহ ঘুরতে না ঘুরতেই আবার আলোচনায় এক-এগারো। এবার এক-এগারো নিয়ে সতর্ক করলেন অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুকে দেওয়া এক পোস্টে মাহফুজ লেখেন, ‘এক-এগারোর পদধ্বনি শোনা যাচ্ছে।’


এর আগে গত ৩১ জুলাই সুপ্রিম কোর্টে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের এক অনুষ্ঠানে মির্জা ফখরুল ইসলাম আলমগীরও এক–এগারো নিয়ে সতর্ক করেছিলেন। সেই অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি জানান, দেশে আরেকটি এক‑এগারো ঘটে যাওয়া অস্বাভাবিক নয়।

মির্জা ফখরুল বলেন, ‘সবাইকে সতর্ক থাকতে হবে। আবারও আরেকটি এক‑এগারো ঘটে যাওয়া অস্বাভাবিক নয়।’


এর কয়েকদিন পরই মাহফুজ তাঁর পোস্টে লিখেছেন, ‘১/১১-এর পদধ্বনি শোনা যাচ্ছে! তবে, জুলাই জয়ী হবে। জনগণের লড়াই পরাজিত হবে না।’


২০০৬ সালে বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের মেয়াদ শেষে রাজনৈতিক বিরোধের মুখে তৎকালীন রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদ নিজেই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হন। এর মধ্যেই ২০০৭ সালের ২২ জানুয়ারি নবম জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়।


এমন পরিস্থিতিতে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের কয়েকজন নেতার মনোনয়নপত্র বাতিল করে নির্বাচন কমিশন। এতে ইয়াজউদ্দিন আহম্মেদ নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারের নিরপেক্ষতা নিয়ে তৎকালীন বিরোধী দলগুলোর মধ্যে প্রশ্ন তৈরি হয়। মহাজোট নির্বাচন বর্জনের ঘোষণা দিয়ে লাগাতার হরতাল ও অবরোধের মতো কর্মসূচি শুরু করে।


এমন সংঘাতময় পরিস্থিতিতে ২০০৭ সালের ১১ জানুয়ারি দেশে জরুরি অবস্থা জারি হয় এবং ইয়াজউদ্দিন আহম্মেদ প্রধান উপদেষ্টা পদ থেকে সরে দাঁড়ান। পরের দিন সেনাবাহিনীর সমর্থন নিয়ে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ফখরুদ্দীন আহমেদ তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেন। দেশের রাজনীতিতে এই ঘটনা এক-এগারো বলে পরিচিত।


নির্বাচন আয়োজন করতে এলেও সেনা-সমর্থিত এই তত্ত্বাবধায়ক সরকার ২ বছর ক্ষমতায় ছিল। এ সময় রাজনীতিতে ‘মাইনাস টু’ ফর্মুলা বেশ আলোচিত হয়। এটি মূলত ছিল দেশের দুই বড় রাজনৈতিক দলের প্রধান খালেদা জিয়া ও শেখ হাসিনাকে বাদ দিয়ে রাজনীতিতে নতুন মেরুকরণ তৈরি করা। তৎকালীন বিএনপি এবং আওয়ামী লীগ দুই দলেই এ সময় সংস্কারপন্থীদের উত্থান হয়। পরে অবশ্য তারা তেমন কোনো প্রভাব রাখতে পারেনি।



Post a Comment

0Comments

Post a Comment (0)