রবীন্দ্র প্রয়াণ দিবস আজ

HEALTH CARE ADVICE
By -
0


 আধুনিক বাঙালির রুচির নির্মাতা ছিলেন রবীন্দ্রনাথ। যিনি একক প্রতিভায় বাংলা সাহিত্যকে পৌঁছে দিয়েছেন বিশ্বসাহিত্যের মর্যাদার আসনে। বাঙালির হৃদয়ানুভূতি ও অভিব্যক্তির সার্থক প্রকাশ ঘটেছে তার অসামান্য রচনায়। তার বৈচিত্র্যময় রচনাসম্ভার মানবিক আবেদনের মহিমায় হয়ে উঠেছে কালজয়ী। কবিতা, সংগীত, উপন্যাস, ছোটগল্প, নাটক, প্রবন্ধ, ভ্রমণকাহিনিসহ শিল্প-সাহিত্যের প্রতিটি শাখা রবির প্রতিভার স্পর্শে দীপ্তিমান হয়ে উঠেছিল। এমনকি জীবনের শেষ পর্যায়ে তিনি গভীর আগ্রহে চিত্রকলার চর্চাও শুরু করেন। সেসব কাজের দাহ আর দীপ্তি ভারতীয় উপমহাদেশের চিত্রকলায় ভিন্ন মাত্রা সংযোজন করেছে। বহুমুখী প্রতিভার আলোয় যেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্য ও সংস্কৃতিকে উদ্ভাসিত করেছিলেন রবির কিরণের মতোই।


কবিগুরুর প্রিয় ঋতু ছিল বর্ষা। অজস্র রচনায় বাংলার বর্ষাকে তিনি অনিন্দ্যসৌন্দর্যে ফুটিয়ে তুলেছিলেন। আজ ২২ শ্রাবণ বুধবার তার ৮৪তম প্রয়াণ দিবস। ১৩৪৮ বঙ্গাব্দের এই দিনে এই বর্ষা ঋতুতেই চিরবিদায় নেন কবি।

 

৮০ বছর বয়সে চলে গেলেও রবীন্দ্রনাথ ঠাকুরের এ মৃত্যু দেহান্তর মাত্র। বাংলা ভাষা ও সাহিত্যের অনেক কিছুরই প্রথম রূপকার তিনি। তার হাত ধরেই বাংলা সাহিত্য নতুন যুগের সৃষ্টি হয়। বাংলা গদ্যের আধুনিকায়নের পথিকৃৎ রবিঠাকুর ছোটগল্পেরও জনক। গল্পে, উপন্যাসে, কবিতায়, প্রবন্ধে, নতুন নতুন সুরে ও বিচিত্র গানের বাণীতে, দার্শনিক চিন্তাসমৃদ্ধ প্রবন্ধে, এমনকি চিত্রকলায়ও রবীন্দ্রনাথ চির নবীন, চির অমর।

রবীন্দ্রনাথ আজও আমাদের মনমানসিকতা গঠনের, চেতনার উন্মেষের প্রধান অবলম্বন। আমাদের জাতীয় সংগীতের পাশাপাশি ‘বাংলাদেশ’ নামের বানানটিও আমরা রবীন্দ্রনাথের কাছ থেকে পেয়েছি। বাঙালির যাপিত জীবনাচরণের সঙ্গে রবীন্দ্রনাথের কবিতা ও গান অবিচ্ছেদ্যভাবে জড়িয়ে আছে। 


বাংলা সাহিত্যকে তিনি বিশ্বের দরবারে বিশেষ মর্যাদায় অধিষ্ঠিত করেছেন। ‘গীতাঞ্জলি’ কাব্যগ্রন্থের মাধ্যমে তিনি প্রথম এশীয় হিসেবে ১৯১৩ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। দেশজ শিক্ষাব্যবস্থা বিকাশের লক্ষ্যে তিনি গড়ে তোলেন শান্তিনিকেতন ও বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। তিনি একজন সমাজসংস্কারকও ছিলেন।

কর্মসূচি :বাইশে শ্রাবণ উপলক্ষে বিভিন্ন সংগঠন নানা কর্মসূচি পালন করছে। ছায়ানটের আয়োজনে সন্ধ্যা ৭টায় ‘ছায়ানটের নিবেদন’ শীর্ষক আয়োজন। চ্যানেল আইয়ের আয়োজনে বেলা সাড়ে ১১টা থেকে শুরু হবে সরাসরি রবীন্দ্রনাথ। অনুষ্ঠানে থাকবে রবীন্দ্রনাথের সাহিত্যকর্ম নিয়ে আলোচনা, গান, কবিতা, টেলিফিল্মসহ দিনভর নানা আয়োজন।

Post a Comment

0Comments

Post a Comment (0)