ঘাটতি পূরণে তথ্য দেয়নি নিবন্ধনপ্রত্যাশী ৬৫ দল

HEALTH CARE ADVICE
By -
0


 নির্বাচন কমিশনে (ইসি) নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধনের আবেদনের সঙ্গে প্রয়োজনীয় তথ্য ও দলিলপত্রের ঘাটতি পূরণ করতে পারেনি নিবন্ধনপ্রত্যাশী ৬৫টি রাজনৈতিক দল। নতুন দল এনসিপিসহ ৮০টি দল ঘাটতি পূরণ করে ইসিতে তথ্য জমা দিয়েছে।


ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে ২২ জুনের মধ্যে এবার ১৪৫টি দল নিবন্ধনের জন্য আবেদন করে। সব আবেদন যাচাই-বাছাই করে ঘাটতি পূরণের জন্য ১৫ দিন সময় দিয়ে দলগুলোকে চিঠি দেয় ইসি সচিবালয়। রোববার ছিল তথ্য দেওয়ার শেষ দিন।


ইসি দলগুলোকে দেওয়া চিঠিতে বলেছিল, নির্ধারিত সময়ের মধ্যে দলিলাদি জমা দিতে নিবন্ধন শর্তাদি প্রতিপালনে ব্যর্থ হলে সংশ্লিষ্ট দলের আবেদন নিবন্ধন অযোগ্য বলে বিবেচিত হবে।

রোববার সন্ধ্যায় ইসির জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম এক বিজ্ঞপ্তিতে জানান, ৩ আগস্টের মধ্যে ১৪৫টি দলের মধ্যে ৮০টি দল ঘাটতিসংক্রান্ত তথ্যাদি ইসিতে জমা দিয়েছে।


ইসির কর্মকর্তারা জানান, সব আবেদন পর্যালোচনা করবে বাছাই কমিটি। এরপর নিবন্ধনের কোন কোন আবেদন মঞ্জুর হবে বা বাতিল হবে, সেগুলো নির্বাচন কমিশনের কাছে উপস্থাপন করা হবে। বাছাইয়ে যেসব দল টিকবে, তাদের বিষয়ে মাঠপর্যায়ে তথ্য যাচাই করে ইসিকে প্রতিবেদন দেওয়া হবে। এরপর নতুন দল নিবন্ধন চূড়ান্ত করবে ইসি।


Post a Comment

0Comments

Post a Comment (0)