কু‌ড়িগ্রামে ‎৫ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত আটক

HEALTH CARE ADVICE
By -
0

শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে আটক ছক্কু মিয়া।

 

কুড়িগ্রামের উলিপুরে বিস্কুট দেয়ার লোভ দেখিয়ে পাঁচ বছরের এক মেয়ে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করে জেলহাজ‌তে পাঠিয়েছে পুলিশ।

গত শনিবার (৯ আগস্ট) বিকেলে উপজেলার হাতিয়া ইউনিয়নের অনন্তপুর কলাতিপাড়া গ্রামে পাঁচ বছরের এক মেয়ে শিশুকে ধর্ষণের চেষ্টা করেন ছক্কু মিয়া (৫০)।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, শনিবার দুপুরে বাড়ির উঠানে খেলা করছিল শিশুটি। এ সময় প্রতি‌বে‌শী ছক্কু মিয়া তাকে বিস্কুট খাওয়ানোর লোভ দেখিয়ে নিজ ঘরে নি‌য়ে যায়। এ সময় শিশুটির চিৎকার দিলে স্থানীয়রা তাকে উদ্ধার করে এবং জাতীয় জরু‌রি সেবা নম্বর ৯৯৯ নম্বরে ফোন দেয়। 
খবর পেয়ে রাত আটটার দি‌কে ঘটনাস্থল থে‌কে অ‌ভিযুক্ত ছক্কু মিয়া‌কে গ্রেফতার করে পুলিশ। ওইদিন রাতেই বাদী হয়ে উলিপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন শিশুটির মা।
 
উলিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান ‌বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে জানান, রোববার (১০ আগস্ট) আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠা‌নো হয়েছে।

Post a Comment

0Comments

Post a Comment (0)