রাজধানীর মিরপুর মডেল থানা এলাকায় জাল টাকা ও জাল টাকা তৈরির কাজে ব্যবহৃত প্রিন্টারসহ মো. মিজানুর রহমান ওরফে মিলন (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে ডিএমপির মিরপুর মডেল থানা পুলিশ।
গতকাল মঙ্গলবার (৫ আগস্ট) মিরপুরের কল্যাণপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে ১০০০ টাকার ১৪টি, ১০০ টাকার ১৮টি এবং ২০ টাকার ৬টি জাল নোট উদ্ধার করা হয়।
বুধবার (৬ আগস্ট) বিকেলে ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।
তিনি বলেন, মিরপুরের কল্যাণপুর এলাকায় অভিযান পরিচালনা করে মিজানুরকে গ্রেপ্তার করে থানা পুলিশের একটি টিম। তার দেওয়া তথ্যের ভিত্তিতে তার অফিস থেকে জাল টাকা তৈরির কাজে ব্যবহৃত একটি কালো রঙের ক্যানন প্রিন্টার জব্দ করা হয়। এ ঘটনায় মিরপুর মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে।
গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। জাল টাকার উৎস ও এর সঙ্গে জড়িত অন্য ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে বলেও জানান ডিএমপির এ কর্মকর্তা।