এশিয়া কাপের আগে যেভাবে নিজেদের ঝালিয়ে নিচ্ছে বাংলাদেশ

HEALTH CARE ADVICE
By -
0


 

কাকডাকা ভোরে উঠে মিরপুরের হোম অফ ক্রিকেটে ছুট। সেখানে এই ড্রিল, সেই ড্রিলে নিজেদের ঝালিয়ে নেওয়া। শেষ দুই দিনে এটাই ক্রিকেটারদের নিয়মিত দৃশ্য। এশিয়া কাপের আগে এভাবেই নিজেদের ফিটনেস ঝালিয়ে নিচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

ফিটনেস ক্যাম্পে দুদিন কাটালেন ক্রিকেটাররা। প্রাথমিক দলে ডাক পাওয়া খেলোয়াড়রা ক্যাম্পে সকালে ঘুম থেকে উঠে হাজির হন মাঠে। টানা দুই দিনের ট্রেইনিং শেষে আজ ও আগামীকাল বিশ্রাম পাচ্ছেন ক্রিকেটাররা। তাদের এই অবসর শেষ আগামী রোববার। সেদিন পল্টন আউটার মাঠে ক্রিকেটারদের ফিটনেস পরীক্ষা নেওয়া হবে। তা শেষে একদিন বিশ্রাম পাবেন সবাই, এরপর আবার দুদিন ফিটনেস সেশন হবে দলের সবার। 


তা শেষ করে ক্রিকেটাররা যাবেন সিলেটে। সামনে টানা খেলার মধ্যেই থাকতে হবে। দম ফেলার সুযোগ নেই ক্রিকেটারদের। একের পর এক সিরিজ চলতেই থাকবে। তার আগের এই ফিটনেস সেশনগুলো যেন যুদ্ধের আগাম প্রস্তুতি।

তিন ফরম্যাটে খেলা ক্রিকেটাররা ফিটনেস নিয়ে কাজ করার তেমন সময় পান না। ইনজুরিপ্রবণ ক্রিকেটারদের মধ্যে মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, শরীফুল ইসলামদের জন্য এই সুযোগ কাজে লাগানোর। 

অনুশীলনের এক ফাঁকে সতীর্থ নাজমুল হোসেন শান্ত আর মোস্তাফিজুর রহমানকে ফোনে কিছু একটা দেখাতে চাইলেন সৌম্য সরকার।

কঠিন পরীক্ষার সময় অনেক ক্রিকেটারকে ফাঁকি দিতে দেখা যায়। তবে ফিটনেস ট্রেইনার নাথান কেলি সবার দিকে সমান নজর রাখেন এই সেশনগুলোয়। কেউ তার চোখ এড়িয়ে যেতে পারেন না। 

কালও যেমন শামীম হোসেন পাটোয়ারীকে কয়েকবার সতর্ক করে দিলেন। ডায়নামিক আর্ম সুইং, ডায়নামিক লেগ সুইং-এরকম বেশ কয়েকটি নামে ক্রিকেটারদের প্রস্তুতি শুরু হয়। 

ফিটনেস ক্যাম্প শেষে ১২ ও ১৩ আগস্ট দলের সঙ্গে যোগ দেবেন বিদেশি কোচিং স্টাফরা। ১৫ আগস্ট ক্রিকেটারদের স্কিল ক্যাম্প শুরু হবে।

Post a Comment

0Comments

Post a Comment (0)