১০ বছরের সন্তানকে বিমানবন্দরে ফেলে বেড়াতে গেলেন বাবা-মা

HEALTH CARE ADVICE
By -
0


 

ব্যাগপত্র গুছিয়ে বেড়াতে বেরিয়েছেন এক দম্পতি। সঙ্গে এক ছেলে সন্তান। বিমানবন্দরে চেকিংয়ের সময় দেখলেন বড় ভুল হয়ে গেছে। ছেলের পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেছে।



এরপর দম্পতি এক আজব সিদ্ধান্ত নিলেন। ১০ বছরের পুত্রকে বিমানবন্দরে ফেলেই বিমানে উঠে পড়লেন। এদিকে বাবা-মাকে না পেয়ে কাঁদতে শুরু করেছে নাবালক। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে স্পেনে।


দ্য নিউ ইয়র্ক পোস্টের প্রতিবেদন মতে, দিন কয়েক আগে বেড়াতে বেরিয়েছিলেন ওই দম্পতি। সঙ্গে ছিল তাদের নাবালক পুত্র। বিমানবন্দরে নথি পরীক্ষার সময় স্বামী-স্ত্রী দেখেন, ছেলের পাসপোর্টের মেয়াদ শেষ।
 
এদিকে বিমান ছাড়ার সময় হয়ে গেছে। তাই ছেলেকে টার্মিনালে রেখেই বিমানে উঠে পড়েন দম্পতি। যাওয়ার আগে অবশ্য তাদের এক বিমানকর্মী আটকেছিলেন। কিন্তু দম্পতি জানান, ছেলেকে বিমানবন্দর পর্যন্ত এনেছিলেন। এক আত্মীয় আসছেন। ছেলেকে তিনিই নিয়ে যাবেন।
সময় পেরিয়ে যায়। কিন্তু কেউ আসেননি ছেলেটিকে নিতে। এক পর্যায়ে ছেলেটাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। সে জানায়, বাবা-মা তাকে বিদেশে বেড়াতে নিয়ে যাবে বলে সঙ্গে এনেছিল। কিন্তু তাকে না নিয়েই বাবা-মা চলে গেছে।
 
ছেলেটির কথায় হতবাক হয়ে যান বিমানবন্দরের নিরাপত্তাকর্মীরা। সঙ্গে সঙ্গে খোঁজখবর নেন তারা, কোন বিমানে কত নম্বর আসনে বসেছেন ওই দম্পতি।
 
প্রতিবেদন অনুযায়ী, বেশ কিছুক্ষণ অনুসন্ধানের পর ওই স্বামী-স্ত্রীর খুঁজে পায় পুলিশ। ততক্ষণে তাদের বিমানটি আরেক বিমানবন্দরে অবতরণ করেছে। কিন্তু বিমানবন্দর থেকে বের হওয়ার আগেই তাদের ব্যাগপত্র আটকে দেয়া হয়।
 
আটক করা হয় ওই বাবা-মাকে। ফিরিয়ে আনা সেই বিমানবন্দরে যেখানে ছেলেকে ফেলে রেখে গিয়েছিলেন তারা। তবে ওই দম্পতিকে গ্রেফতার করা হয়েছে কি না, তো জানা যায়নি।
 
এর আগে ২০১৮ সালে জার্মানিতে ঠিক একই রকমের একটি ঘটনা ঘটেছিল। বিমানে ওঠার আগে পাঁচ বছরের কন্যার কথা ভুলেই গিয়েছিলেন এক দম্পতি। 



Post a Comment

0Comments

Post a Comment (0)