অবসরপ্রাপ্ত মেজর সিনহা। ফাইল ছবি
অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলায় তৎকালীন আইজিপি এবং র্যাবের ডিজির চাপে কক্সবাজারের সেসময়কার এসপি মাসুদ হোসেনের নাম বাদ দিতে হয়েছিল বলে অভিযোগ করেছেন বাদীর সহযোগী সাবেক সেনা কর্মকর্তারা।*
আজ সোমবার দুপুরে হাইকোর্টের রায়ে ওসি প্রদীপ ও লিয়াকতের মৃত্যুদণ্ড বহাল রাখার প্রতিক্রিয়া জানিয়ে এ অভিযোগ করেন তারা।
অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাদের সংগঠন রাওয়ার সাবেক সেক্রেটারি অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল মোশাররফ হোসেন বলেন, তৎকালীন আইজিপি বেনজির আহমেদ এবং র্যাবের সাবেক মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের কারণেই মামলা থেকে এসপি মাসুদের নাম বাদ দিতে হয়।
তারা বলেন, পুলিশের গুলিতে মেজর সিনহার মৃত্যুর ঘটনায় কোনোভাবেই দায় এড়াতে পারেন না তৎকালীন এসপি মাসুদ হোসেন। এসপি মাসুদকে বিচারের আওতায় না আনতে পারায় আক্ষেপ জানান মামলার বাদী ও মেজর সিনহার বড় বোন শারমিন শাহরিয়া ফেরদৌস। অবসরপ্রাপ্ত লে.কর্নেল মোশাররফ হোসেন বলেন, ‘মামলা একটা সমঝোতা করতে হয়েছিল, চার্জশিট চূড়ান্ত কিন্তু চার্জশিট দিবেন না কারণ এসপি মাসুদের নাম বাদ দিতে হবে। তিনদিন মিটিংয়ের পরে আমরা বাধ্য হয়েছি মেনে নিতে।’ *