সালথায় ভারি বৃষ্টিতে ভেঙেছে সেতু, যান চলাচল বন্ধে ভোগান্তি

HEALTH CARE ADVICE
By -
0


 ফরিদপুরের সালথায় ভারি বৃষ্টির কারণে একটি সেতু খালের ওপর ভেঙে পড়েছে। মঙ্গলবার দিনগত রাত ৩টার দিকে সালথা-মুন্তারমোড় সড়কের উপজেলার ভাওয়াল ইউনিয়নের ইউসুফদিয়া ইজারাপাড়া এলাকায় এ ঘটনা হয়।*


সেতুটি ভেঙে যাওয়ায় সালথা–মুন্তারমোড় সড়ক দিয়ে যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে। কোরবানি তথা ঈদুল আজহাকে সামনে রেখে এভাবে সড়ক-সেতু ভেঙে পড়ায় চরম ভোগান্তিতে পড়েছে এলাকাবাসী।


ভাওয়াল ইউনিয়নের বাসিন্দা সাজ্জাদ হোসেন ও কুদ্দুস মোল্যা জানায়, প্রথমে কয়েক দিনের অনেক বৃষ্টির পানিতে ইজারাপাড়ার খালের ওপর থাকা সেতুটির একপাশের সড়কের বিশাল অংশ ভেঙে যায়। এরপর মঙ্গলবার রাতে সড়কে থাকা সেতুটিও ভেঙে খালে পড়ে গেছে। ২৫ বছর আগে জনসাধারণের যাতায়াত সুবিধার জন্য এই সেতুটি নির্মাণ করা হয়।*


অন্তত ১৫টি গ্রামের মানুষ সেতুটি ব্যবহার করে জেলা-উপজেলা শহর ও স্থানীয় হাট-বাজারে যাতায়াত করেন। সড়ক ও সেতুটি ভেঙে পড়ার পর থেকে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এমনকি পায়ে হেটেও চলাচল করতে পারছে না সাধারণ মানুষ। এমন অবস্থায় দ্রুত সড়ক সংস্কার ও সেতু নির্মাণের দাবি জানান তারা।

স্থানীয় ভ্যানচালক আব্দুর রহমান বলেন, ‘ওই সড়ক দিয়ে ভ্যান চালিয়ে সংসার চালাই। কিন্তু সড়ক ও সেতুটি ভেঙে পড়ায় যান চলাচল বন্ধ রয়েছে। আমিও ভ্যান চালাতে পারছি না। এখন অন্য এলাকায় গিয়ে ভ্যান চালাতে হবে।’*


সালথা উপজেলা প্রকৌশলী আবু জাফর মিয়া বলেন, ‘বৃষ্টির কারণে ওই সড়ক ও সেতুটি ভেঙে পড়েছে বলে খবর পেয়েছি। আমরা ঘটনাস্থলে যাব। দ্রুতই সড়ক-সেতু মেরামতের উদ্যোগ নেওয়া হবে।’

সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আনিছুর রহমান বালী বলেন, ‘ইতোমধ্যে সড়ক ও সেতু ভেঙে যাওয়ার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আশা করি সমস্যা সমাধান হবে।  


Post a Comment

0Comments

Post a Comment (0)